পিরোজপুরে কর্মহীন মানুষের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
পিরোজপুরের নেছারাবাদে লকডাউনে আটকেপড়া কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দোকানিদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স ওই ত্রাণ বিতরণ করে।
আজ বুধবার সকালে মেজর শেখ মো. মুরাদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যের একটি দল কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবণ আটা (প্যাকেটজাত) ত্রাণ তুলে দেন।
এ সময় সঙ্গে ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন।
মেজর শেখ মো. মুরাদ হোসেন জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ১ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপারেশন ‘কোভিড শিল্ড’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৬ হর্স গত বছরের মতো এ বছরও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক টহল পরিচালনা করছে।
মেজর শেখ মো. মুরাদ হোসেন আরও জানান, দেশের এই দুর্যোগের দিনে প্রতিবারের মতো দেশের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবারও এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় দলটি নিজেদের রেশনের একটি বড় অংশ বাড়ি বাড়ি গিয়ে লকডাউনে আটকেপড়া অসহায় মানুষদের মধ্য বিতরণ করছে।