পিরোজপুরে চিকিৎসককে পিটিয়ে ডাকাতির ঘটনায় আটক ২, মালামাল উদ্ধার
পিরোজপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঢুকে একজন চিকিৎসককে পিটিয়ে আহত করে ডাকাতির ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পিরোজপুর সদর থানায় আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. আবু হানিফ (৩৫) ও মো. আব্দুল করিম মোল্লা (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুইটি হ্যাক্সো ব্লেড, তিন হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৪৬টি সিম এবং ২৫টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘আমরা আসামি আবু হানিফকে খুলনা জেলার টুটপাড়া এলাকা থেকে ১৬ আগস্ট গ্রেপ্তার করার পর, তার দেওয়া তথ্য থেকে আব্দুল করিমকে বরগুনা জেলার আঙ্গারখালী গ্রামের চান্দুখালী বাজার থেকে ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয়। তাদের নামে ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তার করার পর আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
গত ১১ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় ডা. শিখা বিষয়টি টের পেলে তাদের বাধা দিতে এলে তারা তাঁকে আঘাত করে এবং জিম্মি করে। পরে বাসায় থাকা ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।