পিরোজপুরে টিকা নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়
পিরোজপুরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে প্রথম দিকে তেমন উপস্থিতি না থাকলেও এখন রয়েছে উপচে পড়া ভিড়। জেলার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে টিকা দেওয়া শুরু হলেও সকাল ৮টা থেকেই শুরু হয় সিরিয়াল দেওয়া।
সিরিয়াল দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। প্রথম দফায় প্রায় ১৯ হাজার টিকা আসে। তা শেষ হতে প্রায় এক মাস লেগে যায়। যা গড় হিসাবে প্রতিদিন সাড়ে ছয়শ। অথচ দ্বিতীয় দফায় ভ্যাকসিন দেওয়া শুরু হলে প্রতিদিন গড়ে দেড় হাজার ডোজ টিকা প্রদান করা হয়। দ্বিগুণেরও বেশি শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হলেও বুথের সংখ্যা বাড়ানো হয়নি। অন্যদিকে ভ্যাকসিন প্রদানের জন্য একটি মাত্র বুথ থাকায় লম্বা লাইন হয়। ফলে আগত শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। রোদে দাঁড়িয়ে থেকে আগত শিক্ষার্থীদের অনেককেই অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।
জেলার ৪৮ হাজার স্কুলশিক্ষার্থী ও ১০ হাজার কলেজ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার টার্গেট থাকলেও এ পর্যন্ত দুই দফায় জেলায় টিকা এসে পৌঁছেছে প্রায় এক লাখ ডোজ।