কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকার কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ।
ঢাকার কান্দি ইউনিয়ন যুব সংঘের বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি সুমন্ত হালদার, স্বপন দাস, সন্দীপ হালদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী, মিজানুর রহমান বুলু, সমাজসেবক কাশিনাথ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, শিক্ষক লেলিন হালদার, শিক্ষার্থী জয়ন্ত বৈরাগী ও স্বর্ণা ঢালী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ এবং পুরস্কার হিসেবে বিভিন্ন ধরনের বই তুলে দেন। এর আগে সংগঠনটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মিজানুর রহমান, গোপালগঞ্জ (সদর-কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)