পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে বয়োজ্যেষ্ঠ দম্পতির মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/09/pirojpur.jpg)
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আজহার আলী খাঁ (৭৫) ও তাঁর স্ত্রী রেনু বেগমের (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আলী (৩) নামের এক শিশু গুরুতর আহত হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃদ্ধা রেনু বেগম নাতি ইয়াসিন আলীকে নিয়ে উঠানে নামেন। এ সময় উঠানের উপরে থাকা বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে বৃদ্ধার গায়ে পড়ে। এতে রেনু বেগম ও তার নাতি ইয়াসিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতি ছিটকে দুরে পড়ে গেলেও বৃদ্ধা রেনু বিদ্যুতের তারে জড়িয়ে থাকেন। তাকে বাঁচাতে স্বামী আজহার আলী এগিয়ে আসেন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরক মৃত ঘোষণা করেন।
অপরদিকে আহত তিন বছরের নাতি ইয়াসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।