পোশাক কারখানা চালু ও বেতন-বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে বন্ধ হয়ে যাওয়া বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের কারখানা অবিলম্বে চালু ও তিন মাসের বকেয়া বেতনসহ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বেকা পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য ও জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা ফোরামের সদস্য ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফসহ অন্যরা। মানববন্ধনের আগে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে বন্ধ হয়ে যাওয়া বেকা গার্মেন্টস অবিলম্বে চালু করে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘তিন মাসের বকেয়া বেতনসহ পূর্ণ ঈদ বোনাস পরিশোধ করতে হবে এবং কারখানা চালু করতে হবে।’
কারখানাটি চালু না হলে শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার হুমকি দেন বক্তারা।