প্রতিবাদে অচল আশুগঞ্জ বিওসি ঘাট ফের সচল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/01/brahmanbaria.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষিপণ্য ওঠানামার জেটি ভেঙে দেওয়ায় শ্রমিকদের প্রতিবাদে অচল বিওসি ঘাট ফের সচল হয়েছে। দাবি মেনে নেওয়ায় প্রায় ১২ ঘণ্টা পর কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। আজ মঙ্গলবার সকাল থেকে ওঠানামা করছে সব ধরনের পণ্য।
গতকাল সোমবার সকালে উপজেলার বিওসি ঘাট সংলগ্ন ধানের গালা এলাকায় কৃষিপণ্য ওঠানামার জেটি ভেঙে দেয় বিআইডব্লিউটিএ। জেটি ভেঙে দেওয়ার সময় চার শ্রমিক নদীতে পড়ে আহত হন।
শ্রমিকরা জানান, জেটি ভেঙে দেওয়ার পাশাপাশি ধানের গালার শ্রমজীবী সমবায় শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ মিয়াকে আটক করে ভৈরব বিআইডব্লিউটিএর কার্যালয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভ করেন ধানের গালার শ্রমিকরা। এ সময় তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিলে অচল হয়ে পড়ে ঘাট। বিক্ষোভ-মিছিল ও সমাবেশ থেকে শ্রমিকরা জেটি পুনর্নির্মাণের দাবি জানান।
এ সময় শ্রমজীবী সমবায় শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ কাসেম চৌধুরী বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিআইডব্লিউটিএ কিছুদিন পর পর জেটি ভেঙে দেয়। এভাবে শ্রমিকদের বেকার বানিয়ে তাঁদের পথে বসানো হচ্ছে।’ তিনি বলেন, ‘এ জন্য দেশের বৃহত্তম চাল উৎপাদনের মোকামে চাল নিয়ে কোনো সমস্যা হলে তার দায় বিআইডব্লিউটিএকেই নিতে হবে।’
পরে বিআইডব্লিউটিএর আশুগঞ্জ-ভৈরব নদীবন্দরের কর্মকর্তা (উপপরিচালক) মোহাম্মদ শহিদুল্লাহের কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। কেন ও কারা আশুগঞ্জে বিওসিঘাটে জেটি ভেঙে দিয়েছে, তা আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।’
এরপর গতকাল সন্ধ্যায় দাবি মেনে নেয় বিআইডব্লিউটিএ। পরে কর্মবিরতি থেকে সরে আসেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
ধানের গালার শ্রমজীবী সমবায় শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ কাসেম চৌধুরী বলেছেন, আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সব ধরনের পণ্য ওঠানামা।