ফরিদপুরে ১১ ও ১২ নভেম্বর পরিবহণ ধর্মঘট
ফরিদপুর পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আগামী ১১ ও ১২ নভেম্বর ৩৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে। ১১ নভেম্বর সকাল ছয়টা থেকে ১২ নভেম্বর রাত আটটা পর্যন্ত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিএনপির ১২ নভেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে এই পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিষয়টি অস্বীকার করে পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের জাকির এনটিভি অনলাইনকে বলেন, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্ট এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরও মহাসড়কে থ্রি হুইলার বন্ধ হচ্ছে না। যদি ১২ নভেম্বর পর্যন্ত এই দাবি না মানে সরকার, তাহলে পরবর্তীতে এই অঞ্চলের একুশ জেলায় বড় ধরনের ধর্মঘটের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। যদিও বিএনপির পক্ষ থেকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ বরাদ্দ চাওয়া হয়েছিল।