বগুড়ার শাজাহানপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/16/bogra-shajahanpur-thana.jpg)
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে চার যুবক। গত ১৩ জুলাই মঙ্গলবার উপজেলার বি-ব্লক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত চার যুবকের তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি রাব্বি হাসান এখনও পলাতক।
সদর সার্কেলের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ফেসবুকে আড্ডা নামের এক গ্রুপে রাব্বি হাসানের সঙ্গে পাঁচ মাস আগে ওই গৃহবধূর পরিচয় হয়। এরপর গত মঙ্গলবার রাব্বির কথামতো তিনি বি-ব্লকে বেড়াতে আসেন। পরে তাকে একটি বাড়িতে নিয়ে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি পার্শ্ববর্তী উপজেলায়। পরে বৃহস্পতিবার ঘটনা জানার পর পরই রাতে বি-ব্লক ও সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিন যুবককে আটক করা হয় বলে জানান তিনি। আটককৃতরা হলেন শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের আব্দুল্লাহ (১৯), একই উপজেলার রহিমাবাদ এলাকার আরেফিন (২৫) ও নিশাত (২১)। বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে আছেন। তিনি আরও জানান অভিযান অব্যাহত আছে।আশা করছি মূল আসামিকেও দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।