বরিশালের গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান বলেছেন, ‘বরিশালের গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। ইতোমধ্যে এ আন্দোলনে গণজোয়ার বইতে শুরু করেছে।’
নগরীর একটি কমিউনিটি সেন্টারে আজ শনিবার বেলা ১১টায় আগামী ৫ নভেম্বরের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, ‘দেশে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে গেলেও সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, দুর্নীতি, লুটপাট, গুম-হত্যার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার খুলনার গণসমাবেশে গণজোয়ারের ভয়ে লঞ্চ-বাস বন্ধ করে দিয়েছে। বরিশালের গণসমাবেশে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হলে তা উপেক্ষা করে গণসমাবেশে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানাচ্ছি।’
সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জয়নুল আবেদীন। আরও বক্তব্য দেন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল কবির জাহিদ। সভা সফল করতে নগরীর ত্রিশ ওয়ার্ড ও জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়।