বরিশালে পাঁচ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা
বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় পাঁচটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরীর শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও মো. আতাউর রাব্বি।
এ সময় ওষুধ আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় বরগুনা মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মেসার্স পলি মেডিকেলকে ১০ হাজার টাকা, জাহানারা মেডিকেল হলকে ৩০ হাজার টাকা, মহসিন মেডিকেল হলকে ৩০ হাজার টাকা এবং রূপালী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।
পরে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।