বাংলাদেশকে ৪৮ লাখ করোনার টিকা দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪৮ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা বাংলাদেশকে বিনামূল্যে দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড। এর মধ্যে সৌদি আরবের দেওয়া ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ টিকা আগামী দুই-তিন দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ মঙ্গলবার রাতে এক খুদে বার্তায় এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সৌদি আরবের বাদশাহ সালমান তাঁর ত্রাণ তহবিল থেকে প্রায় ১৫ লাখ টিকা বাংলাদেশকে হস্তান্তর করবে। আগামী দুই–তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এ ছাড়া পোল্যান্ড সরকারের অনুদানের ৩৩ লাখ ডোজ টিকাও আগামী কয়েকদিনের মধ্যে এসে পৌঁছাবে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।