বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদারের বাড়িতে হামলা করে জানালা-কপাট ভাঙচুর করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি ও মেয়েকেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৬ এপ্রিল) পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের কুন্ডুপট্রি এলাকায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাউফল থানা এ ঘটনায় গত তিনদিনেও এজাহার নেয়নি বলেও অভিযোগ উঠেছে। ফলে ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবেশী মো. সামছুল হক তালুকদার পূর্ব বিরোধের জের ধরে লোকজন নিয়ে তাঁর বাড়িতে ঢুকে আসবাপত্র ভাঙচুর করে প্রায় ৯৫ হাজার টাকার ক্ষতি করে। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়। স্বামীকে বাঁচাতে স্ত্রী ডালিয়া ইসলাম লিপি (৫০) এগিয়ে এলে তাঁর ওপরও চড়াও হয় হামলাকারীরা। মাকে উদ্ধারের জন্য মেয়ে ডা. সানজিদা ইসলাম জেসমিন (২৮) এলে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমকি চিকিৎসা দেয়।
ভুক্তভোগী রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘এ ঘটনায় আমি বাদী হয়ে ১৬ এপ্রিল সন্ধ্যায় সামছুল হককে আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দেই। তবে গত তিনদিনেও এজাহার নেয়নি বাউফল থানা পুলিশ।’
অভিযুক্ত সামছুল হক জানান, বিষয়টি নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান দুইপক্ষকে নিয়ে বসবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক মো. আল মামুন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’