বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর থানার মোড়ে বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহসম্পাদক আনোয়ার হোসেন রয়েল, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফরাজী মনিরুল ইসলাম, মোংলা পৌর সভার সাবেক মেয়র শেখ জুলফিকার আলী, শেখ হাফিজুর রহমান তুহিন, আব্দুল হালিম খোকন, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
বক্তারা বলেন, দেশে এক ধরনের অরাজকতা চলছে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কোনো কারণ ছাড়াই। সরকারের সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। শেখ হাসিনার স্বৈরাচারী আচরণে দেশ থেকে গণতন্ত্র বিদায় নিয়েছে। এভাবে দেশ চলতে পারে না। অতি দ্রুত তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে আরও বড় আন্দোলনের মাধ্যমে সরকারের পত ঘটানো হবে। এজন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।