বাড্ডায় গ্যাসের আগুনে এক পরিবারের ৪ জন দগ্ধ
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক দম্পতিসহ তাঁদের দুই সন্তান দগ্ধ হয়েছে। আজ বুধবার সকালে বাড্ডার সাতারকুলের একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁরা হলেন— আবু সাঈদ (৩৮), তার স্ত্রী রেখা (২৯), তাদের মেয়ে সাফা (৯) ও ছেলে সাফিয়ান (৭)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩ টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দগ্ধদের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে বলেন, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন।’ তিনি বলেন, ‘দগ্ধ চার জনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।’
ওই চার জনকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সজীব বলেন, ‘রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস সদস্যর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।’