বান্দরবানে আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন
বান্দরবানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবান সদরের সূয়ালকে এ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সংশ্লিষ্টরা জানান, তিন একর জায়গায় ৮৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ‘তরুণদের কর্মসংস্থানের নতুন ঠিকানা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। দেশের ৬৪টি জেলায় প্রকল্পটির কাজ শেষ হলে প্রতি বছর লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। শিক্ষার্থীরা সনদমুখী, বিদেশমুখী এবং ঢাকামুখী হবে না। জেলায় জেলায় প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন আজ। পাহাড়ের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে। প্রতিষ্ঠানটি এ অঞ্চলে একদিন আলো ছড়াবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিবে।
মন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘এ ট্রেনিং সেন্টার পাহাড়ের তরুণ প্রজন্মের বেকারত্ব ঘুচাবে। পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি করেছিল, এখন পার্বত্যবাসীর ভাগ্যের উন্নয়নে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ ইমাম আলী, বান্দরবান ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র ইসলাম বেবী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।