বান্দরবানে ট্রাক উল্টে চালকের মৃত্যু
বান্দরবানের থানচিতে নির্মাণাধীন লিক্রে সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের এই দুর্ঘটনায় ট্রাক চালক শরীফ উদ্দিন (৩২) মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের লিক্রে এলাকায় মিয়ানমার সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা চালককে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
নিহত শরীফ উদ্দিন বান্দরবান সদরের হাফেজঘোনার গনি ড্রাইভারের ছেলে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি একই সড়কে মালবোঝাই ট্রাক উল্টে আরো পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।