বাবার কাছে পাওনা টাকার জন্য কিশোর ছেলেকে বেঁধে নির্যাতন
নাটোরের গুরুদাসপুরে বাবার কাছে পাওনা টাকা আদায় করতে ১৩ বছরের কিশোর ছেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
আজ শুক্রবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোর শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানিয়েছেন, উপজেলার চলনালি গ্রামের মুন্নাফ হোসেনের জমি লিজ নিয়ে পেয়ারা বাগান গড়ে তোলেন পাশের বেড় গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেন। ফলন বিপর্যয়ের কারণে ঠিকমতো টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এ অবস্থায় আজ সকাল ৭টার দিকে তাঁর কিশোর ছেলে শাওন বাগান থেকে পেয়ার সংগ্রহ করতে যায়।
ওসি আরও জানান, জমির মালিক মুন্নাফ পেয়ারা বাগান থেকে শাওনকে তুলে নিয়ে গিয়ে শিকলে বেঁধে দফায় দফায় নির্যাতন চালান। খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় আজ দুপুর ২টায় তাকে উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।