বাসর ঘরেই বরের আত্মহত্যা
বাসর সাজানো ঘরেই আত্মহত্যা করেছেন নববিবাহিত লাল মিয়া (৩০) নামে এক যুবক। গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজ রোববার দুপুরে লাল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিয়ের চার দিনের মাথায় নববিবাহিত লাল মিয়ার আত্মহত্যার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের পাড়া দুগালী মধ্যপাড়ার মৃত লোকমান হোসেন ব্যাপারীর ছেলে লাল মিয়া। গত বুধবার পাশের গ্রামের হাবিবুর রহমানের মেয়ে জিম খাতুনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে সম্পন্ন হয়।
লাল মিয়ার ছোটভাই আলামিন হোসেন জানান, লাল মিয়া মালয়েশিয়া প্রবাসী। তিনি প্রায় এক মাস আগে ছুটিতে বাড়ি আসেন। গত বুধবার পারিবারিকভাবে তাঁর বিয়ে সম্পন্ন হয়। গত শুক্রবার নতুন বউকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। রাতেই নতুন বউসহ তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। গতকাল শনিবার সকালে ঘরের দরজা লাগিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন। অনেকক্ষণ পর তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে। একপর্যাযে ঘরের টিন কেটে দেখা যায় তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছটফট করছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এই বিষয়ে লাল মিয়ার নববিবাহিতা স্ত্রী জিম খাতুন জানান, তাঁর স্বামী মালয়েশিয়ায় এক ব্যক্তিকে প্রায় ১০ লাখ টাকা ধার দিয়েছিলেন। সেই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করায় তিনি খুবই দুশ্চিন্তায় ছিলেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ