বিএনপিকে দমনে ১ লাখ গায়েবি মামলা, আসামি ৩৫ লাখ : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৭২, ৭৫’র চেয়েও দেশ বেশি খারাপ চলছে। তখন ছিলো লিখিত বাকশাল। সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি গণতন্ত্রকে হত্যা করে সামরিক সরকারেরা। কিন্তু বাংলাদেশে কোনো সামরিক সরকার গণতন্ত্রণকে হত্যা করেনি, করেছে আওয়ামী লীগ সরকার।
গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে বিএনপি ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রণকে ভয় পায়। দেশের জনগণকে ভয় পায়। তারা মুখে যা বলে কাজে তার উল্টোটা করে। বিরোধী দলকে দমন করতে এক লাখ গায়েবি মামলা করা হয়েছে, যার আসামি করা হয়েছে ৩৫ লাখ নেতাকর্মীকে। এ সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।’
ড. আব্দুল মঈন খান আরও বলেন, ‘পাকিস্তানের সময় তখন ২২ পরিবার সম্পদ লুণ্ঠন করেছে আর এখন বাংলাদেশে সম্পদ লুণ্ঠন করছে ২২০ পরিবার। তারা টাকা লুট করে নিয়ে কানাডায় বেগমপাড়ায় বিলাসবহুল বাড়ি বানাচ্ছে, সুইজারল্যান্ডের ব্যাংকে তারা টাকা জমা করছে।’
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন।
এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, আজাদ হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদসহ অনেকেই বক্তব্য রাখেন।
এ ছাড়া জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।