বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালনে বাধা নেই : ডা. জাহিদ হোসেন
বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালন করতে বাধা নেই। আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের ডা. জাহিদ এসব কথা জানান।
অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন বলেন, আগামীকাল বুধবার আমাদের পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালন করা হবে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার গণঅবস্থান কর্মসূচি পালন করবে সরকার বিরোধী সমমনা দলগুলো। দেশব্যাপী এ অবস্থান কর্মসূচি সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশের বিভাগীয় শহরে অবস্থান করবেন বেল জানা গেছে।
বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এ গণঅবস্থান কর্মসূচিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।
সিলেটে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান এবং রংপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও কুমিল্লায় থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনায় শামসুজ্জামান দুদু, ফরিদপুরে অ্যাডভোকেট আহমেদ আজম খান।