শাহজাহান ওমরের বিরুদ্ধে থানায় আরেক মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/23/shahjahan-omor.jpg)
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের ৫৩ জনের নাম রয়েছে মামলায়। এ ছাড়া ১৫০ ব্যক্তিকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গত ২১ নভেম্বর সকালে বাড়িতে আসার সময় রাজাপুরের পিংড়ি এলাকায় গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ।