বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ, আহত ১৫
ফেনী জেলার ফুলগাজী উপজেলার দৌলতপুরে ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে স্থানীয় বিএনপির প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছে। এতে প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর এ হামলা চালানো হয়।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।
মজনু বলেন, ‘এটা ম্যাডামে (বেগম খালেদা জিয়া) নির্বাচনী এলাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচির প্রস্তুতি সভা চলাকালে ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মারাত্মক আহত হয়েছে উপজেলা বিএনপির সাধারণসম্পাদক আবু হোসেন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল হুদা শাহীন, যুবদল নেতা দিদার, মোতালেবসহ ১০ থেকে ১৫জন নেতাকর্মী।
মজনু বলেন, ‘ইপি আন্দনপুর ইপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। তারা খুড় দিয়ে নেতাকর্মীদের আঘাত করে। আহদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের হাসপাতালের সামনেও আওয়ামী সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে।’
আগামীকাল শনিবার ফেনী জেলার ফূলগাজী উপজেলার দৌলতপুরে ত্রাণ বিতরণের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হবে বলে জানান মজনু।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংদস্য নির্বাচনে বিএনপি চেয়ারপারসন প্রার্থী হতে না পারায় মনজুকে দলীয় মনোননয়ন দেওয়া হয়।