মির্জা ফখরুলের সঙ্গে এহসানুল হুদার নেতৃত্বে ১২ দলের বৈঠক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে ১২ দলের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিষয়টি স্বীকার করেন এহসানুল হুদা।
সূত্র জানায়, মির্জা ফখরুলের সঙ্গে এহসানুল হুদার নেতৃত্বে ১২ দলের বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী নেতারা দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র জানায়, ১২ দলীয় জোটকে আরও দুই-একটি আসনের পুনর্বিবেচনা হতে পারে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ১২ দলের জোটের ১০-১২ নেতা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক