বিকেল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক
পূর্ব ঘোষণা ছাড়াই আজ বুধবার সকালে থেকে ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকদের একটি সংঘঠন। তবে বিকেল হতেই লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
দুপুরে রাধানীর সদরঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন রুটে যাওয়ার জন্য লঞ্চগুলে ঘাটে এসে ভিড়েছে। যাত্রীরাও লঞ্চে উঠে আসন গ্রহণ করছে।
সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা, সদরঘাট থেকে বেশিরভাগ রুটেই বিকেলে লঞ্চ ছেড়ে যায়। খুব কম রুটেই লঞ্চ যায়। এ কারণে সকাল থেকে লঞ্চ না ছাড়ায় এখানে যাত্রীদের তেমন কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়নি।
সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, ‘নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ’ নামের একটি সংগঠন গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ঢাকা, চাঁদপুর ও বরিশালে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে। সংগঠনটি ১১ দফা দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বলে নিশ্চিত করলেও তাদের দাবিগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
তবে বার্তা সংস্থা ইউএনবিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল বলেন, ‘আমরা ওই অবৈধ সংঘঠনটির ডাকা ধর্মঘট মানি না। আজ (বুধবার) বিকেল ৫টা থেকে আমাদের সংগঠনের শ্রমিকরা ঢাকা-চাঁদপুর ও বরিশালসহ দেশের ৩৩টি নৌরুটে লঞ্চ চলাচল শুরু করবে।’
‘নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ’ নামের সংগঠনিটির ধর্মঘট প্রতিহত করতে নৌযান মালিক ও শ্রমিক ফেডারেশন ইতিমধ্যে আলোচনায় বসেছে বলেও জানান চৌধুরী আশিকুর রহমান পটল।

নিজস্ব প্রতিবেদক