বুস্টার ডোজ না নিলে ‘ফাইন’ করব : প্রধানমন্ত্রী
স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকারের করা উন্নয়নের কথা বলতে বলতে এক সময় করোনাভাইরাসের টিকার প্রসঙ্গটি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় আরও সুরক্ষিত থাকতে সবাইকে তৃতীয় ডোজ গ্রহণ করার আহ্বান জানান তিনি। হাসতে হাসতে বলেন, ‘বিনা পয়সায় তো টিকা দিচ্ছি, নেবেন না কেন? এরপরও না নিলে ফাইন করব। যে না নেবে, তাকে ফাইন করব।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে আজ শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘করোনার সময় অনেকগুলো কাজ করেছি, যার ফলে আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। গতকালকের রিপোর্ট অনুযায়ী ১৪ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৪৯ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ৫১ লাখ ৯ হাজার ৬২৯ জনকে দ্বিতীয় ডোজ এবং পাঁচ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ২৭৫ জনকে আমরা বুস্টার ডোজ দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটা কথা বলে রাখি, অনেকেই বুস্টার ডোজ নেননি। বাকি সবার কিন্তু বুস্টার ডোজ নেওয়া উচিত।’
‘অনেকে দেশে এখন খুব দ্রুত করোনার প্রার্দুভাব ছড়াচ্ছে’ উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘যদিও ভ্যাকসিনের জন্য এখন মৃত্যুহার কম। তবুও আমি মনে করি, সবাই যদি বুস্টার ডোজটি নিয়ে নেন, তাহলে আর সুরক্ষিত থাকতে পারবেন। বিশেষ করে চিকিৎসাসেবার সঙ্গে যারা যুক্ত, আপনাদের তো অবশ্যই নিতে হবে।’