ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/02/bbaria-accident-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন। আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০), দুদু মিয়া (৬২) ও ফরিদ মিয়া (৪০)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন জামাল উদ্দিন (৩১) ও ফাতেমা বেগম (৩৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, আজ সকালে মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। গুরুতর আহত দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারান।
নিহত প্রথম তিন জনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহজালাল।