বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির কাতল
কুড়িগ্রামে ধরলা নদীতে বড়শি ফেলে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ শিকার করেছেন স্থানীয় তিন যুবক। আজ বুধবার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকায় ধরলা নদী থেকে মাছটি ধরেন ওই তিন যুবক।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। পরে এক সময় ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ তাদের বড়শিতে ধরা পড়ে। এরপর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মাছটি নদী খেকে শুকনো স্থানে তুলে আনতে সক্ষম হন তারা। পরে বিশাল আকারের কাতল মাছটি স্থানীয়রা এক হাজার টাকা কেজিদরে কিনে নেয়।
আতিকুর বলেন, ‘আমরা প্রতি বছরেই বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে জীবনে এতো বড় মাছ পাই নাই। মাছটি পাওয়ার পর আমাদের এলাকার লোকজন এক হাজার টাকা কেজিদরে কিনে নিয়েছে।’
কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধরলা নদীতে সাধারণত এতো বড় কাতল মাছ পাওয়া যায় না। তবে জেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্র নদে এর চেয়েও বড় মাছ ধরা পড়েছে।’

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম