ভবনে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ সদর মডেল থানা। ফাইল ছবি
নারায়ণগঞ্জ নগরীর নলুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রড উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন মো. রাজু ও ফরহাদ হোসেন। তাদের বাড়ি সুনামগঞ্জে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) শিবলী জানান, নলুয়াপাড়া এলাকার কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড উঠানোর সময়ে রাস্তার পাশে থাকা হাই ভোল্টেজের তারের সঙ্গে জড়িয়ে পড়ে রাজু ও ফরহাদ।
বিদ্যুৎস্পৃষ্টে দুজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।