শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/sherpur_sdr.jpg)
শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধ্বার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আক্রাম হোসেন কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে মরিচের জমিতে সেচের লাইনের সংযোগ দিতে যায়। এ সময় আক্রাম হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার সঙ্গে থাকা কৃষি শ্রমিক হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে যায়। পরে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক আশরাফ আলী বলেন, ঘটনাস্থলে এসে জানতে পারলাম আকরাম হোসেন ও হানিফ উদ্দীন নামে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্তাধীন আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।