ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন মামাকে কুপিয়ে জখম, আটক ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/indurkani-thana.jpg)
পিরোজপুরের ইন্দুরকানীতে ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন মামাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। আজ বুধবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন খোলপটুয়া গ্রামের হাসেম আলী শরীফের ছেলে জাকির শরীফ (৪০), জাহাঙ্গীর শরীফ (৫০) এবং লিটন শরীফ (২৮)।
হামলার শিকার ভুক্তভোগীরা জানায়, তিন দিন আগে জাহাঙ্গীর শরীফের এক ভাগনি খুলনা থেকে তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্য তিনটি মেয়ের সঙ্গে গ্রামে ঘুরতে বের হয় সে। তখন স্থানীয় কিছু বখাটে তাদের তাড়া করলে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে তাদের মামারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বখাটেরা। এর জের ধরে আজ বুধবার সকালে জাকির, জাহাঙ্গীর ও লিটন কাজের জন্য বাইরে বের হলে বখাটেদের নেতৃত্বে আট থেকে ১০ জন হাতুরি, লোহার শাবল এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে গুরুতর আহত হয় প্রতিবাদকারী ওই তিনজন। পরে আহত তিনজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
খবর পেয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে যান। এরপর সেখান থেকে মোস্তফা ও মালেক নামে দুজনকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।