ভাতিজাকে হাত বেঁধে অর্ধেক পুঁতে রাখেন চাচা
শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজাকে দিনভর হাত বেঁধে মাটিতে অর্ধেক পুঁতে রাখেন চাচা। গতকাল শনিবার বিকেলে উপজেলার তন্তর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে ভাতিজা নুর ইসলামকে। রাতে আটক করা হয় চাচা আলিমউদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল স্থানীয়দের উদ্ধৃত করে জানান, ভাতিজা নুর ইসলামের সঙ্গে চাচা আলিমউদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে চাচা আলিম উদ্দিন, তার স্ত্রী ও ছেলে মিলে তাদের বাড়ির আঙিনায় নুর ইসলামকে মারধর করে হাত বেঁধে মাটিতে অর্ধেক পুঁতে রাখেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে নুর ইসলামকে উদ্ধার করে। পরে রাতে আলিমউদ্দিন, তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলছে। আহত নুর ইসলামকে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।