ভারতের কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি চায় বাংলাদেশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভারত থেকে সাশ্রয়ী মূল্যে আরও পেট্রোলিয়াম আমদানিতে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। নসরুল হামিদ দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং আবাসন, নগর বিষয়কমন্ত্রী হরদীপ পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই কথা জানান।
আজ বুধবার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নসরুল হামিদ ভারতের মন্ত্রীর সঙ্গে ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল), জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
নসরুল হামিদ বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ভারতীয় মন্ত্রী নসরুল হামিদকে আগামী ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি সপ্তাহে আমন্ত্রণ জানান।
ভারতীয় মন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ভারতীয় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি বাজার খুলতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে, এ ছাড়া পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করা যেতে পারে।
বৈঠকে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিপিডিবি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)