বিএনপির এমপি প্রার্থীর গণসংযোগের সময় গুলিতে নিহত ১
চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মো. সরোয়ার বাবলা নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। তবে আহত বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এখন আশঙ্কামুক্ত।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, সরোয়ার বাবলা নামে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ সন্ত্রাসীদের টার্গেট ছিলেন না। সন্ত্রাসীরা টার্গেট করে হামলা করেছে।
স্থানীয় বিএনপি নেতাদের তথ্যমতে, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ পাঁচলাইশ হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। নেতাকর্মীদের মনোবল শক্ত রাখা ও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আগামীকাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বর্তমানে তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও গণসংযোগ চলাকালে দলীয় মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানানো হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
আলী রাশেদ, চট্টগ্রাম মহানগর ও জেলা (নিউমার্কেট-খাতুনগঞ্জ-চকবাজার-পাহাড়তলী)