ভারতে আটকেপড়া ৯ নাবিকসহ নৌযান উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৭ ব্যাটালিয়ন ভারতে আটকে থাকা নয় নাবিকসহ একটি নৌযান (এমভি রাফসান হাবিব-৩) উদ্ধার করেছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটায় বিজিবি তাদের উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ জলসীমা থেকে ছেড়ে যাওয়া নৌযানটি নয় নাবিকসহ ভারতীয় অংশের হেমনগর এলাকায় দুর্ঘটনাকবলিত হয়। এরপর সেখানকার কোস্টাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে তাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করে আসছিলেন। আজ শুক্রবার দুপুর আড়াইটায় বিজিবি-১৭ ব্যাটালিয়ন একটি দেশি জাহাজের সহায়তায় তাঁদের নৌযানসহ উদ্ধার করেছে।
বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা নৌযান ও নাবিকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।