ভারতে দেড় বছর কারাভোগের পর দেশে ফিরল কিশোর
ভারতে দেড় বছর কারাভোগের পর বাংলাদেশি এক কিশোরকে (১৫) গতকাল শুক্রবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফিরে আসা ওই কিশোরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই কিশোর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভালো কাজের আশায় দুবছর আগে পাসপোর্ট-ভিসা ছাড়া দালাল চক্রের মাধ্যমে ভারতে যায় ওই কিশোর। সেখানে মুম্বাই পুলিশের হাতে আটক হয় সে। পরে সেখানকার আদালত তাঁকে দেড় বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে মুম্বাইয়ের একটি শেল্টার হোমের হেফাজতে রাখা হয় তাকে।
এর মধ্যে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে গতকাল শুক্রবার দেশে ফিরেছে সে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে পরিবারে কাছে হস্তান্তর করার জন্য ওই কিশোরকে যশোরে নিয়ে যাওয়া হবে।