পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
 
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ইকবাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে আজ শুক্রবার (২২ আগস্ট) তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর নিকট ভৈরব নদীর শূন্য লাইন সাঁতরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন কুতুবপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন। কিছু সময় পর তিনি ভারতের কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ৫৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
ঘটনার পরপরই বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে নাগরিকটির সুস্থতা নিশ্চিত করেন এবং ফেরতের বিষয়ে আলোচনা চালান।
পরবর্তীতে আজ ভোরে সীমান্ত পিলার ১৩৩/৩-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ইকবাল হোসেনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি আরও জানায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ মালামাল চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

 
                   রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
                                                  রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
               
 
 
 
