‘ভারতে পাচারকালে’ ঝিনাইদহে দুই কেজি স্বর্ণসহ আটক ২
‘ভারতে পাচারের সময়’ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৩৩১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। গতকাল বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে মহেশপুর সীমান্ত এলাকার পলিয়ানপুর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর -পলিয়ানপুর গ্রামের আছানুর (৪৮) এবং একই গ্রামের নবিছদ্দি মন্ডল (৫৮)।
মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজন ব্যক্তি মহেশপুরে পলিয়ানপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবেন বলে জানতে পারে বিজিবি। এরপর পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল এলাকার কাজীরবেড় গ্রামের খোলা মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় দুজন মাঠের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যেতে দেখেন বিজিবি সদস্যরা। তাদেরকে চ্যালেঞ্জ করে দুই কেজি ৩৩১ দশমিক ১২ গ্রামের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, স্কচস্টেপ দিয়ে পেঁচানো স্বর্ণের বারগুলো আটক ব্যক্তিদের কোমরে লুকানো অবস্থায় পাওয়া যায়। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য আনা হয়েছিল। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।