ঢাবির বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে বলেন, বিজয় একাত্তর হলের ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ৬টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, গত শনিবার (২২ নভেম্বর) রাতে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরে গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক