ভৈরবে ফুটপাতের অর্ধশত দোকান উচ্ছেদ, জরিমানা
কিশোরগঞ্জের ভৈরববাজারের ফুটপাত দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযানের দ্বিতীয় দিন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃস্পতিবার চকবাজার নিউ ও পুরাতন সড়কে এ অভিযানে অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ১১ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র বলছে, আজমিরী স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সিলগালা করা হয়েছে।
জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পুলিশ প্রশাসনসহ পৌরসভা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই অভিযান প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার অব্যাহত থাকবে।
উচ্ছেদ হওয়া সড়ক ও ফুটপাত আবারও দখল করা হলে আর্থিক জরিমানার পাশাপাশি জেল-হাজতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।