ভৈরবে ২ ফার্মেসি, এক পোলট্রি ফার্মকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে দুই ভেটেরেনারি ফার্মেসি ও এক পোলট্রি ফার্মকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে শহরের উপজেলা রোডে অবস্থিত রাব্বী ফার্মেসি, নীল নদীয়া ফার্মেসি ও আনোয়ার পোলট্রি ফার্মকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সাইফুল আজম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে শহরের উপজেলা রোডের দুটি ভেটেরেনারি ফার্মেসি ও একটি পোলট্রি ফার্মে অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার পোলট্রি ফার্মে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দিয়ে পোস্টমর্টেম ও প্রেসক্রিপশন করানোর অভিযোগ থাকায় দুই হাজার টাকা জরিমানাসহ কঠোরভাবে সতর্ক করা হয়। নীল নদীয়া ফার্মেসিতে ডিএলএস লাইসেন্স না থাকায় ইউকেএমএন ফার্মা নামের একটি কোম্পানির সব ওষুধ জব্দ করাসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাব্বী ফার্মেসিকে প্রেসক্রিপশন ডিজঅর্নার করা ও ড্রাগ না থাকায় তিরস্কারসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে পোলট্রির পোস্টমর্টেম ও প্রেসক্রিপশন করেন—খামারিদের এমন অভিযোগে এসিআই কোম্পানির প্রতিনিধি মো. ফুরকানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।