নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত নেতাকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যানার ও ফেস্টুন অপসারণ করার নির্দেশনা থাকলেও রবিউল আলমের একটি ফেস্টুন যথাসময়ে সরানো হয়নি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি কার্যকর করতে এই অভিযান অব্যাহত থাকবে।
জরিমানার বিষয়ে জামায়াত নেতা রবিউল আলম বলেন, ‘আমরা এলাকার প্রায় সব ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে এবং আমাদের অজান্তেই একটি ফেস্টুন রয়ে গিয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

মাহমুদুল হাসান, টাঙ্গাইল (ঘাটাইল-ভূঞাপুর-গোপালপুর)