ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতির ইন্তেকাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/24/habibur-rahman-habib.jpg)
কিশোরগঞ্জের ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরব পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান।
হাবিব স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর পৌর শহরের ভৈরবপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হাবিবের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁর জানাজায় স্থানীয় লোকজনসহ আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।