ভোরের পাতার সম্পাদকের দুদিনের রিমান্ড চায় পিবিআই
দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. কাজী এরতেজা হাসানের দুদিনের রিমান্ড চায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার দুপুরে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু ইউসুফ বলেন, ‘কাজী এরতেজাকে আদালতে পাঠানো হয়েছে। আমরা তাঁর দুদিনের রিমান্ড আদেন করেছি।’
গতকাল মঙ্গলবার রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে প্রতারণা ও জমি জালিয়াতির মামলায় এরতেজাকে গ্রেপ্তার করে পিবিআই।
মঙ্গলবার দিবাগত রাতে আবু ইউসুফ বলেন, ‘কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গত পহেলা জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা হয়। মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম। এ মামলায় মোট চারজনকে আসামি করা হয়।’
আবু ইউসুফ আরও বলেন, ‘মামলার আসামিরা হলেন—এরতেজা, আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছেন।’
মামলায় বলা হয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তাঁর সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়।