স্থায়ী জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা
খিলক্ষেত থানার জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ বৃহম্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই আদেশ দেন।
এর আগে গত ৭ নভেম্বর কাজী এরতেজা হাসানের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় আজ বৃহস্পতিবার পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সেই জামিন শেষ হলে আজ আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গত পহেলা জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা হয়। মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম। এ মামলায় মোট চারজনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন—এরতেজা, আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তাঁর সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করেন আসামিরা।