মধুখালীতে বাসচাপায় নিহত ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/16/accident-ntv.jpg)
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় তিন মোটরসাইকেলের আরোহী কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টায় উপজেলার বাগাট বাজার এলাকার বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের আরোহীরা হলো মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৭) ও মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ রাত পৌনে ৮ টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ওই তিন কিশোর কামারখালী থেকে একটি মোটরসাইকেলযোগে বাড়ির দিকে ফিরছিল। এ সময় বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে দ্রুতগামীর অজ্ঞাত কোনো বাস তিন মোটরসাইকেল আরোহী কিশোরকে চাপা দেয়। এতে তিনজনই ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।