ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তির কনসার্টে হামলা, আহত ২০
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনের শেষ ভাগে আয়োজিত কনসার্টে হামলার ঘটনা ঘটেছে। এতে কনসার্ট পণ্ড হয়ে গেছে এবং আহত হয়েছে অন্তত ২০ জন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে স্কুল চত্বরে নির্মিত মঞ্চে এ ঘটনা ঘটে। এ কনসার্টে জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের জেমস সংগীত পরিবেশনের কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে অনুষ্ঠানে জেমস অংশগ্রহণ করার আগ মুহূর্তে বহিরাগতরা অনুষ্ঠানস্থলে ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা করে। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়। পরে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চে এসে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে কনসার্টটি বাতিল বলে ঘোষণা করেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন, ‘জেমসের এই অনুষ্ঠানে কী কারণে এবং কারা হামলা করল, বুঝতে পারলাম না। আমাদের জিলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটের আঘাতে। পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, ‘কনসার্টে হামলায় হতাহতের সংখ্যা এখনও জানতে পারিনি, আমরা জানার চেষ্টা করছি। হামলাকারীরা কোনো সন্ত্রাসী দল বা গোষ্ঠীর লোক নয়, তারা জেমসের ভক্ত বলেই আমরা মনে করছি। তারা তাদের প্রিয় শিল্পীর গান শোনা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকেই এ হামলা করেছে এবং এর বাইরে কিছু নয়।’
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুরু হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

সঞ্জিব দাস, ফরিদপুর