মধ্য আফ্রিকায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের দাফন সম্পন্ন
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তীতপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তাঁর।
এর আগে, দক্ষিণ তীতপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন দক্ষিণ তীতপাড়া জামে মসজিদের খতিব ইউসুব আলী।
জানাজার পর সংক্ষিপ্ত স্মরণসভায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইছুল ইসলাম এবং সেনাবাহিনীর পক্ষে বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিদুল ইসলাম বক্তব্য দেন।
দাফন শেষে ক্যাপ্টেন তানজিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল নিহত সৈনিক জাহাঙ্গীর আলমকে সশ্রস্ত্র সালাম প্রদান করে।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে ডিমলা উপজেলার বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে সেনাবাহিনীর গাড়ি বহরে মরদেহ দক্ষিণ তীতপাড়াস্থ নিজ বাড়িতে নেওয়া হয়। নিহতের বড় ভাই সেনাবাহিনীর করপোরাল আবুজার রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
দাফনকাজে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার সৈনিক জাহাঙ্গীর আলমের বাসার সামনের সড়কটি তাঁর নামে নামকরণের ঘোষণা দেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘৩ অক্টোবর আফ্রিকান সময় ভোরে মধ্য বোমা বিস্ফোরণে সৈনিক জাহাঙ্গীরসহ তিনজন নিহত হন। আজ নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে।’