মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর
মাগুরার শ্রীপুর উপজেলায় একই দলের প্রতিপক্ষের হামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা ওয়াবদা বাসস্ট্যান্ডে ছাত্রী ছাউনি নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
যুবলীগ নেতা এনামুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন রশিদ মুহিতের লোকজন এ হামলা চালিয়েছে। তারা জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম সরোয়ার মুনসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে।’
এ অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিত বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে হামলা করেছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, আজ সকাল ১০টার দিকে ওয়াবদা বাসস্ট্যান্ডে নির্মিত যাত্রী ছাউনির দুটি পিলার জনস্বার্থে সরিয়ে করার দাবি করেন স্থানীয় ছাত্রলীগ নেতা। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে। পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’