মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চতুরপাড়া এলাকার আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি রাতে কয়েকটি পটকা (আতশবাজি) ফোটায়। এ সময় প্রকট শব্দ হলে প্রতিবেশি ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা বাঁধা দেয়। এতে আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দুজনের হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগেই সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের অন্তত সাত জন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সংঘর্ষে দুইপক্ষের লোকজনই আহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।’